ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মায়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
মায়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেসি

পিএসজি ছাড়ার পর জাতীয় দলের জার্সিতে একটি প্রীতি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এরপর বেশ কয়েক দিন পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী।

এর মাঝে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার নতুন ক্লাবের জার্সিতে তার মাঠে নামার পালা।  

বাহামা দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর পর গতকাল সপরিবারের যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। এরপর আগামী রোববার তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। যেখানে ক্লাব ফুটবলে নিজের নতুন অধ্যায় শুরু করবেন মেসি। তার পরিচিতি অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দ্য আনভেইল'। ডিআরভি পিএনকে স্টেডিয়ামের এই অনুষ্ঠান বিমামূল্যে উপভোগ করতে পারবেন ক্লাবের মৌসুমের টিকিটধারীরা।

যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরার আগে আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। যেখানে তিনি জানিয়েছেন, ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে দ্বিতীয় সারির লিগে নাম লেখানো নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। বরং নতুন ক্লাবকে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান তিনি। যদিও ইন্টার মায়ামি লিগে টানা ১০ ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি।  

আর্জেন্টাইন টিভি শো 'লাভে আ লা এতারনিদাদ'-এ ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, 'আমার মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না এবং আমি চেষ্টা করতে চাই। আমি যেখানেই থাকি না কেন, আমি আমার নিজের ও ক্লাবের জন্য সেরাটা উজাড় করে দেবো এবং সর্বোচ্চ পর্যায় পারফর্ম করে যাবো। '

সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে মেসি বলেন, 'আমরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে খুশি। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমি প্রস্তুত এবং এর অপেক্ষায় আছি। '

ইন্টার মায়ামির জার্সিতে মেসির সম্ভাব্য অভিষেক হতে পারে আগামী ২১ জুলাই, ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির ঘরের মাঠেই। আরও একটি সম্ভাব্য তারিখ হচ্ছে ২৫ জুলাই। সেদিন একই মাঠে মেক্সিকান ক্লাব আতলান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মায়ামির কোচ হিসেবে যাত্রা শুরু হতে পারে জেরার্দো মার্তিনোর।  

মেসির অভিষেকের আগে স্বস্তিতে নেই ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে একদম তলানিতে অবস্থান করছে ক্লাবটি। ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৫তম স্থানে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।