ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এবার চ্যাম্পিয়নস লিগে চোখ অস্কারের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এবার চ্যাম্পিয়নস লিগে চোখ অস্কারের

টানা চার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জিতে আগেই ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। দেশের পেশাদার ফুটবলে এমন কীর্তি নেই অন্য কোনো ক্লাবের।

এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সাফল্যে চোখ বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনের।  

আজ (১৪ জুলাই) নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা জয় উদযাপন করেছে কিংস। ম্যাচ শেষে কোচ ব্রুজোন জানালেন, এখনই তৃপ্তি ঢেঁকুর তুলতে চান না তিনি।

ব্রুজোন বলেন, ‘এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। এখনই আত্মতৃপ্তিতে ভোগার সময় না। সামনে আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে। আমরা এক সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফিরবো। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নেবো। ’

দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। আগামী আগষ্টের ১৫ তারিখে শারজাহর বিপক্ষে মাঠে নামবেন অস্কার ব্রুজোনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।