ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-বুসকেতসের পর মায়ামিতে আসছেন আলবাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
মেসি-বুসকেতসের পর মায়ামিতে আসছেন আলবাও

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। সাবেক এই বার্সেলোনা তারকার পথে হেঁটেছেন আরেক কাতালান সের্হিও বুসকেতসও।

এবার জর্দি আলবাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। গুঞ্জন আছে লুইস সুয়ারেসেরও।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে যুক্তরাষ্ট্রের সকার ক্লাবটির প্রেসিডেন্ট হোর্হে মাস জানান, ‘জর্দি এর মধ্যেই চুক্তি করে ফেলেছে এবং কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবে। তার ওপর ভরসা রাখছেন তাতা (কোচ জেরার্দো মার্তিনো)। ’

গত মৌসুমে বার্সেলোনায় ১১ বছর ক্যারিয়ারের ইতি টানেন আলবা। এই সময়ে তিনি খেলেছন চারশর বেশি ম্যাচ। ক্লাবটির হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ ও ১টি উয়েফা সুপার কাপ।  

এদিকে গুঞ্জন চলছে বার্সেলোনার আরেক সাবেক তারকা লুইস সুয়ারেসকে নিয়েও। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলা এই স্ট্রাইকার মেসি-বুসকেতসের পথ ধরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের এই সকার ক্লাবে।  

এই ব্যাপারে ক্লাবটির প্রেসিডেন্ট বলেন ‘আমি ঠিক জানি না, লুইস সুয়ারেস কীভাবে গ্রেমিও ছাড়তে পারে… তবে সে যদি ছাড়ে, তাহলে আমরা তার সঙ্গে আলোচনা করতে পারি ও ইন্টার মায়ামিতে আনতে পারি। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।