ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এশিয়ান গেমসে সাবিনাদের কোচ টিটু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এশিয়ান গেমসে সাবিনাদের কোচ টিটু

গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার পর নারী দলের কোচের পদটি শূন্য অবস্থায় ছিল। সেই শূন্যতা পূরণ করতে নতুন কোচ হিসেবে সাইফুল বারী টিটুর নাম ঘোষণা করেছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)।

 

আজ (১৯ জুলাই) বাফুফে ভবনে নতুন কোচের নাম জানিয়েছেন মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। তবে নারী দলের জন্য বিদেশি কোচের খোঁজে রয়েছে বাফুফে, এমনটাই জানিয়েছেন তিনি।  

গত সপ্তাহে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজে ডাগআউট সামলেছেন দীর্ঘদিন ছোটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটু। তাকে আপাতত এশিয়ান গেমসের বাছাইয়ের জন্য অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। টিটুকেও শুধু এশিয়ান গেমসের জন্যই প্রধান কোচ করা হয়েছে।  

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সেপ্টেম্বরে এশিয়ান গেমস এবং এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট রয়েছে। দুটি টুর্নামেন্ট একই সময়ে হওয়ায় আমাদের ভিন্ন ভিন্ন কোচ প্রয়োজন। অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে লিটু ভাই এবং এশিয়ান গেমসে সাইফুল বারী টিটু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। ’

জাপান অথবা কোরিয়া থেকে অভিজ্ঞ কোচ আনার পরিকল্পনা করছে বাফুফে। এই বিষয়ে কিরণ বলেন, ‘আমরা ইতোমধ্যে জাপান ও কোরিয়ায় চিঠি দিয়েছি। ব্যক্তিগতভাবেও এই দুই দেশে যোগাযোগ করছি। ’

বাফুফেতে আবারও ছোটন ফিরবেন কিনা? এমন প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘ছোটন ভাইকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। তিনি আসেননি, এখন আর সুযোগ নেই। ’

এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসে খেলবে। এ জন্য মঙ্গলবার ২২ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে বাফুফে।  

সাইফুল বারী টিটু বাফুফেতে আগেও কাজ করেছেন। ২০১৪ সালে ইনচোন এশিয়ান গেমসে টিটু ছেলেদের দলের কোচ ছিলেন। এএফসির অর্থায়নে প্যানেলভুক্ত কোচ ছিলেন। পরবর্তীতে একাধিক জাতীয় দলের প্রধান কোচ ও বিদেশি কোচের সঙ্গে দেশীয় কোচ হিসেবে কাজ করেছেন। গত কয়েক মাস তিনি সরাসরি কোচিংয়ের সঙ্গে ছিলেন না।  

সাবিনাদের দায়িত্ব পেয়ে টিটু বলেন, ‘ফেডারেশন থেকে আজই প্রস্তাব দেওয়া হয়। আমি ফ্রি ছিলাম। তাই এই চ্যালেঞ্জ নিলাম। আমার দায়িত্ব শুধু এশিয়ান গেমস পর্যন্ত। ’  

জাপান কিংবা কোরিয়া থেকে কোচ আনলে কোনও আর্থিক ছাড় পাওয়ার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘অল্প সময়ের জন্য কোচ আনলে এমন ছাড় পাওয়া যায়। এর আগে আমি আমার ব্যাক্তিগত সম্পর্ক দিয়ে এক মাসের জন্য জাপান থেকে কোচ এনেছিলাম। সেটা বিনা খরচে ছিল। তবে দীর্ঘ মেয়াদে কোচ আনলে সেই সুবিধা পাওয়া যায় না। আর জাতীয় দলের কোচ দীর্ঘ মেয়াদের জন্যই আনতে হবে। কারণ খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া তৈরি করে তার কাজ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।