ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৩ হাজার ৬০০ কোটি টাকায় এমবাপ্পেকে দলে চায় আল হিলাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
৩ হাজার ৬০০ কোটি টাকায় এমবাপ্পেকে দলে চায় আল হিলাল

দুইদিন আগেই কিলিয়ান এমবাপ্পেকে বিক্রির জন্য মার্কেটে ছেড়ে দিয়েছে পিএসজি। আর এতেই প্রস্তাব দিয়ে বসেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

দেশটি নিজেদের ফুটবলকে হাইলাইট করার জন্যে ইতোমধ্যে বেশ কয়েকজন তারকাকে লিগের ক্লাবগুলোতে ভিড়িয়েছে।  

ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ৩০০ মিলিয়ন ইউরোতে (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬০৩ কোটি ৮৬ লাখ টাকা) এমবাপ্পেকে চায় আল হিলাল। এটি সম্পন্ন হলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে রেকর্ডবুকে নাম লেখাবেন ফরাসি এই ফরোয়ার্ড। যদিও রোমানো জানিয়েছে, এখনও দুই পক্ষের মধ্যে কোনো যোগাযোগ হয়নি।  

এদিকে এমবাপ্পে আগে থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। যে কারণে পিএসজির প্রস্তাবিত নতুন চুক্তিতে নাম লেখাননি তিনি। এমনকি কোনো ক্লাবের প্রস্তাবও গ্রহণ করছে না। ফ্রি ট্রান্সফারেই লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন ফরাসি এই বিশ্বকাপজয়ী তারকা।

পিএসজি অবশ্য এইসব কারণে খুবই বিরক্ত। মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে আনা ফুটবলারকে তারা ফ্রি ট্রান্সফারে ছাড়তে চায় না। ইতোমধ্যে ইউরোপিয়ান এক ক্লাব থেকে কিছুটা কম মূল্যে প্রস্তাব পেয়েছিল তারা। কিন্তু এমবাপ্পে প্রত্যাখ্যান করায় তা আর হয়ে ওঠেনি। এখন আল হিলালের এই লোভনীয় প্রস্তাব! দেখার বিষয় পিএসজি কি করে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।