ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন সাফজয়ী সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন সাফজয়ী সাবিনারা

গতবছর নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশকে সম্মান এনে দেওয়া সাবিনারা এবার রাষ্ট্রীয় সম্মান পেতে যাচ্ছেন।

কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুাজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা একটি চিঠি পেয়েছি। সেই চিঠিতে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খেলোয়াড় এবং পুরো কোচিং স্টাফদের পদক দেয়া হবে। ’

৮ আগস্ট রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।