ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের এলিট একাডেমি থেকে খেলোয়াড় নিতে চায় বিপিএলের তিন ক্লাব!

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বাফুফের এলিট একাডেমি থেকে খেলোয়াড় নিতে চায় বিপিএলের তিন ক্লাব!

নিজস্ব খরচে এলিট একাডেমি থেকে খেলোয়াড় তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের বিভিন্ন বয়সভিত্তিক দলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন এই একাডেমির খেলোয়াড়রা।

এবার বাফুফের নিজস্ব এলিট একাডেমি থেকে আসন্ন ঘরোয়ার মৌসুমের জন্য খেলোয়াড় নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তিন ক্লাব- মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সদ্য বিপিএলে খেলার যোগ্যতা অর্জন করা ব্রাদার্স ইউনিয়ন।

শুক্রবার (৪ জুলাই) বাফুফের মতিঝিল ভবনে এ তথ্য নিশ্চিত করেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি বলেন, 'আমাদের এলিট একাডেমির কয়েকজন খেলোয়াড়কে মোহামেডান, ব্রার্দাস ইউনিয়ন ও শেখ রাসেল-এ তিনটা ক্লাব চেয়েছে। খেলোয়াড়দের আমরা কীভাবে বড় পরিসরে ধারে দিতে পারি, সেটা নিয়ে আজকের মিটিং ছিল। যেখানে লিগ কমিটির সবাই উপস্থিত ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। '

তবে ক্লাবগুলোকে এলিট একাডেমির খেলোয়াড় সরাসরি দিতে চায় না বাফুফে। এজন্য নিলামের আয়োজন করতে চায় দেশের ফুটবলের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা। মানিক বলেন, 'ক্লাবগুলোকে খেলোয়াড় সরাসরি না দিয়ে ওপেন বিটিংয়ের (নিলাম) মাধ্যমে দেবো। যারা সবোর্চ্চ মূল্য দিতে পারবেন, তাদের আমরা খেলোয়াড় দেবো। '

এদিকে আগামী সেপ্টেম্বর ভুটানের মাটিতে হবে বয়সভিত্তিক সাফ। সাফে বাফুফের পরিকল্পনা কী? সেগুলো নিয়েও কথা হয়েছে। বাফুফের সহ-সভাপতি জানান, 'আমাদের সেপ্টেম্বরে সাফে ভুটানের মাটিতে বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৬ একটা টুনার্মেন্ট রয়েছে। সেখানে আমাদের এলিট একাডেমি থেকে টিম তৈরি করা হয়েছে। তারা সেখানে যাবে। এছাড়া অনুর্ধ্ব-১৯ দলের একটি দল যাবে সাফে। ওটার বাজেটের অনুমোদনের বিষয় ছিল আজ। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। '

জানা যায়, একাডেমির ১৪ জন ফুটবলারকে দেখা যেতে পারে বিপিএলের ৩ ক্লাবের জার্সিতে। ৬-৭ লাখ টাকায় এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন এলিটের ফুটবলাররা।  

গুঞ্জন রয়েছে মোহামেডান কিনতে চায়, গোলরক্ষক আসিফ, মিডফিল্ডার জুম্মন, মিডফিল্ডার চন্দন ও ডিফেন্ডার অনন্তকে। শেখ রাসেল দলে ভেড়াতে চায় ফরোয়ার্ড মিরাজুল ও আসাদুল, গোলরক্ষক আসিফ ও মাহিন, ডিফেন্ডার ইমরান, উইঙ্গার রুবেল, মিডফিল্ডার চন্দন ও ফয়সালকে। ব্রাদার্স ইউনিয়ন চেয়েছে অন্য কয়েকজন খেলোয়াড়।  

বাফুফে দ্রুতই সিদ্ধান্ত জানাবে এ ব্যাপারে। দলবদলের অর্থের একটা অংশ পাবে বাফুফে। ৬০ শতাংশ পাবেন ফুটবলার এবং ৪০ শতাংশ বাফুফে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।