ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নারী বিশ্বকাপে কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
নারী বিশ্বকাপে কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

নারী বিশ্বকাপে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জাম্বিয়া দলের কোচ ব্রুস মুয়াপের বিপক্ষে। এই অভিযোগের বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

যদিও অভিযোগটি যৌন হেনস্তার নাকি অন্য কিছু সেটা পরিষ্কার করে কিছু বলেনি তারা। আর এই অভিযোগের ঘটনায় অবাকই হয়েছে জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আসরের শেষ ম্যাচের দুই দিন আগে অনুশীলনের পরে নিজ দলের এক ফুটবলারের স্তনে হাত দেন জাম্বিয়া কোচ। এবং তা দেখে ফেলেন দলের বেশ কয়েকজন ফুটবলার। গার্ডিয়ানকে একটি সূত্র বলে, ‘একজন কোচ হয়ে খেলোয়াড়ের স্তনে স্পর্শ করাটা সঠিক কাজ নয়। ’

ঘটনার সাক্ষীরা সঙ্গে সঙ্গেই এই অভিযোগ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ ম্যাচের পরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তারা। অভিযোগটি পেয়ে ফিফার এক মুখপাত্র বলেন, ‘জাম্বিয়ান নারী দলের সঙ্গে সম্পর্কিত একটা অভিযোগ পাওয়ার ব্যাপারে নিশ্চিত করছি আমরা। যা এখন তদন্ত করা হচ্ছে। ফিফা যেকোনো অসদাচরণের অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গে দেখে এবং ফুটবলে যে কেউ কোনো ঘটনার রিপোর্ট করতে চাইলে এর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সুস্পষ্ট গোপনীয়তার কারণে আমরা চলমান তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। ’

গত বছরও মুয়াপের বিপক্ষে অসদাচরণের অভিযোগ উঠে। সেই বিষয়ে তদন্তও করে জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে কি-না বা তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি-না, এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেনি গার্ডিয়ান।  

যদিও বিশ্বকাপে এক সংবাদ সম্মেলনের সময় সেই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন মুয়াপে। তিনি বলেন, ‘কোন ব্যাপারে কথা বলছেন আপনারা (সাংবাদিক)? আমি জানতে চাই।  কোনো সংগত কারণ ছাড়া আমার পদত্যাগ করার কোনো চিন্তা নেই। হয়তো সংবাদমাধ্যমে যা পড়েছেন সেটা আপনার কারণ হতে পারে। তবে এই বিষয়ে সত্যটা বেরিয়ে আসা উচিত, শুধু গুজবের ওপর ভিত্তি করে এমনটা বলা যায় না। ’

যৌন হেনস্তা বা নিপীড়ন মূলক কার্যকালাপের ফিফা তাদের শাস্তি আরও কঠোর করেছে। সাম্প্রতিক সময়ে নারী ফুটবলে বেশ কয়েকটি যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্যাবন, যুক্তরাষ্ট্র, হাইতি ও আফগানিস্তানে।  

এদিকে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জাম্বিয়া ফুটবল দল। ইতোমধ্যে দেশের বিমান ধরেছে তারা। প্রথম দুই ম্যাচে জাপান ও স্পেনের কাছে ৫-০ ব্যবধানে হারে বিশ্বকাপে এবারই প্রথম খেলতে আসা দলটি। তবে পরের ম্যাচে কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।