ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সাবিনাদের বেতন বাড়ানোর আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
সাবিনাদের বেতন বাড়ানোর আশ্বাস

বেতন ভাতা নিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই কয়েক দফায় দাবি করেছিলেন বাংলাদেশ নারী জাতীয় দলের ফুটবলাররা। অবশেষে বাফুফে থেকে এসেছে সেই দাবি পূরণের আশ্বাস পেয়েছেন।

গত মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ছুটিতে যান নারী ফুটবলাররা। ছুটিতে যাওয়ার আগে বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে চিঠি দিয়েছিলেন বাফুফে সভাপতি বরাবর। দাবি মেনে না নিলে ক্যাম্প ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছিলেন কয়েকজন শীর্ষ ফুটবলার।

এতেই নড়েচড়ে বসেন বাফুফের দায়িত্বশীলরা। মেয়েদের চিঠি আমলে নিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ২০ হাজার টাকা মাসিক বেতন পান অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা ১০ হাজার এবং বয়সভিত্তিক দলের মেয়েরা পেয়ে থাকেন পাঁচ-ছয় হাজার করে।

বর্তমান বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাবিনা। তবে বেতন বাড়লে সেটি বাস্তবায়িত কতটুকু হবে সেটি নিয়েও শঙ্কার কথা শুনিয়েছেন সাবিনা, ‘দাবি তো মেনে নিয়েছে, কিন্তু কী হয় সেটাই দেখার বিষয়। ’ মৌখিকভাবে দাবি মেনে নিলেও এখনো এটা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ’

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন মেয়েরা। কিন্তু বারবার আশ্বাস দিয়েও তা বাড়ানো হচ্ছিল না। তাতে ক্যাম্পের ভেতরে তৈরি হয়েছিল অস্থিরতা। অবশেষে এমন খবরে সেই অস্থিরতা নিশ্চিতভাবেই কাটতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।