ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

প্রতিপক্ষের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া চোটের কবলে পড়েছেন। হাঁটুর ইনজুরির কারণে তিনি লম্বা সময়ের জন্য থাকবেন মাঠের বাইরে।

মৌসুম শুরুর আগেই লস ব্লাঙ্কোসদের এমন দুঃসংবাদ শুনতে হচ্ছে।  

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ আজ জানায়, অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন কোর্তোয়া। কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে তার। সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, আগামী বছরের এপ্রিলের দিকে হয়তো মাঠে ফিরতে পারেন তিনি, এমনকি তার পুরো মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কাও আছে।    

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন কোর্তোয়া। ক্লাবের একের পর এক শিরোপা জেতায় রাখেন বড় অবদান। এখন পর্যন্ত ২৩০ ম্যাচ খেলে তিনি জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুইটি লা লিগা।

রিয়ালের সিনিয়র গোলরক্ষক হিসেবে কোর্তোয়া ছাড়া বাকি আছেন কেবল আন্দ্রে লুনিন। গত মৌসুমে তিনি ক্লাবের হয়ে খেলেছেন ১২টি ম্যাচ। ফলে তিনিও যদি ইনজুরিতে পড়েন সমস্যায় পড়তে হবে রিয়ালকে। গুঞ্জন শোনা যাচ্ছে ইতোমধ্যে গোলরক্ষক খুঁজার কাজ শুরু করেছে ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।