ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোকে খোঁচা মেরে লিখলেন, ‘ইতিহাসের দ্বিতীয় সেরা ফুটবলারের সঙ্গে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
রোনালদোকে খোঁচা মেরে লিখলেন, ‘ইতিহাসের দ্বিতীয় সেরা ফুটবলারের সঙ্গে’

সর্বকালের সেরা ফুটবলার কে? এনিয়ে নানানজনের আছে নানানমত। তবে বর্তমান যুগের ক্ষেত্রে নামটা হয়তো লিওনেল মেসি নয়তো ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদো অবশ্য নিজেকেই বেশ কয়েকবার সেরা হিসেবে আত্মস্বীকৃতি দিয়েছেন। ফুটবলে তার ভক্তের সংখ্যা অগুনিত। সর্বকালের সেরা ফুটবলারের তর্কে এবার রোনালদোকে খোঁচা মেরে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন ইরাকি ফুটবলার আহমেদ জিরো।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে গত বুধবার আল-শর্তাকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। সেই ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে ছবি তোলেন জিরো।  যদিও সেই ম্যাচে খেলেননি তিনি। বেঞ্চেই বসে ছিলেন পুরো ৯০ মিনিট। পরে ইনস্টাগ্রামে আল-শর্তার এই ফুটবলার লেখেন, ‘ইতিহাসের দ্বিতীয় সেরা ফুটবলারের সঙ্গে। ’ ইঙ্গিত দিলেন মেসিই সেরা।  

তার এই পোস্ট দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোনালদো ভক্তদের রোষানলে পড়েন তিনি। কেউ কেউ আবার এটা নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।  

গত বছরের নভেম্বরে এক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরোর। এর মাসখানেক আগে ইরানির সুপার কাপের ফাইনালে আল শর্তার জার্সিতে প্রথমবার মাঠে নামেন এই রাইটব্যাক।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।