ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আল হিলালেই যাচ্ছেন নেইমার, খবর বিবিসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আল হিলালেই যাচ্ছেন নেইমার, খবর বিবিসির

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে পিএসজি ছাড়ছেন নেইমার। পরবর্তী গন্তব্য হিসেবে শুনা যাচ্ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের কথা।

এবার সেটিই সত্যি হতে যাচ্ছে। বিবিসির প্রতিবেদন বলছে, ইতোমধ্যে ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে সৌদি ক্লাবটি।  

এছাড়া ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোও উল্লেখ করেছেন নেইমারের চুক্তির বিষয়াবলী। তার দেওয়া ফেসবুক পোস্ট থেকে জানা যায়, দুই বছরের জন্য ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দলে টানছে আল হিলাল। পিএসজিতে ট্রান্সফার ফি দিতে হবে ৯ কোটি ইউরো। মেডিক্যাল ও চুক্তিপত্রে স্বাক্ষরের পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

দলবদলের এই মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাবগুলো বড় তারকাদেরই টার্গেট করছে। ক্রিস্টিয়ানো রোনালদো দিয়ে শুরু হওয়ার পর এই মৌসুমে করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসন, রুবেন নেভেস, রবের্তো ফিরমিনো, সাদিও মানে, এনগোলো কঁতের মত বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে শীর্ষ ক্লাবগুলো। সেই তালিকায় শিগগিরই যুক্ত হচ্ছেন নেইমার।

বার্সেলোনা থেকে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। প্রথম কয়েক মৌসুমে ভালো করলেও শেষদিকে এসে পিএসজির সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে তার। এমনকি শুনতে হয়েছে দর্শকদের দুয়োও। পরবর্তীতে নেইমারও ক্লাবের সঙ্গে না থাকার ইচ্ছে পোষণ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।