ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

চার মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
চার মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন কেভিন ডি ব্রুইনা। সেই পুরনো জায়গাতেই।

হ্যামস্ট্রিংয়ের এই চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে। এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।  

আগামীকাল উয়েফা সুপার কাপের ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে সিটি। এই ম্যাচে নিশ্চিতভাবেই থাকছেন না ডি ব্রুইনা। তার ইনজুরি নিয়ে গার্দিওলা বলেন, 'এটি গুরুতর ইনজুরি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে অস্ত্রোপচার করবো কি না, তবে সে কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকবে। কয়েকদিনের ভেতর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেব।  তিন বা চার মাস সময় লাগবে তার ফিট হয়ে উঠতে। '

গত মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলে ম্যানচেস্টার সিটি। ম্যাচটির শুরুর দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডি ব্রুইনাকে। এরপর বিশ্রামে চলে যান লম্বা সময়ের জন্য। গত রোববার আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। তখনও পুরোপুরি ফিট নন বলে ম্যাচ শেষে জানান বেলজিয়ান তারকা।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে মাঠে নামেন ডি ব্রুইনা। ম্যাচটিতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয়লাভ করে সিটিজেনরা। কিন্তু খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি ডি ব্রুইনা। চোটে পড়ে ২৩তম মিনিটেই ছাড়েন মাঠ।

বাংলাদেশ  সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।