ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর পেলেন বাবার মৃত্যুসংবাদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর পেলেন বাবার মৃত্যুসংবাদ

ইতিহাসে প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে স্পেন। দলটির এমন অবিশ্বাস্য সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক ওলগা কারমোনা।

রোববার তার গোলেই ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা। কিন্তু এরপরেই দুঃসংবাদ পান কারমোনা। জানতে পারেন তার বাবা আর বেঁচে নেই।

রিয়াল মাদ্রিদের তারকা লেফট-ব্যাক কারমোনার বাবা দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। শুক্রবার সেই অসুস্থতার কাছেই হার মানেন তিনি। তিনি যখন মৃত্যুশয্যায়, তখন তার মেয়ে ২৩ বছর বয়সী কারমোনা তখন দেশকে উৎসবের আনন্দে ভাসিয়েছেন। কিন্তু মেয়ের এমন সাফল্য দেখে যেতে পারেননি তিনি।  

বিশ্বকাপ জেতার পর মেডেলে চুম্বনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন কারমোনা। যার ক্যাপশনে তিনি প্রয়াত বাবার উদ্দেশে লিখেছেন, 'আমি জানি আজ রাতে তুমি আমাকে দেখেছো এবং আমার জন্য তুমি গর্বিত। শান্তিতে ঘুমাও, বাবা। '

তিনি আরও লিখেছেন, 'আমি জানতাম না আজ কী ঘটতে যাচ্ছে। সেটা না জেনেই খেলতে নেমেছিলাম। আমি জানি যা কিছু অর্জন করেছি তার পেছনে তুমিই শক্তি। '

এবারের নারী বিশ্বকাপে স্পেনের ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে শুরুর একাদশে ছিলেন কারমোনা। মূলত ডিফেন্ডার হলেও তিনিই ফাইনালের 'নায়ক'। কিন্তু তার জীবনের নায়ক বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি তিনি। এমনকি খেলা শেষ হওয়ার আগে তাকে বিষয়টি জানানোই হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'রেলেভো' জানিয়েছে, পরিবার ও বন্ধু-বান্ধবের তরফ থেকে তার বাবার মৃত্যুর খবর ইচ্ছে করেই কারমোনাকে জানানো হয়নি, যাতে ফাইনালে পুরোপুরি মনোযোগ ধরে রাখতে পারেন তিনি। এমনকি তার মা এবং ভাইয়েরা তাকে সমর্থন দিতে শনিবার অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছান।  

কারমোনার বাবার মৃত্যুতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।