ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠ বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে জামালকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
ঘরের মাঠ বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে জামালকে

`আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত হবে ম্যাচ দুটি।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩২ থাপ এগিয়ে আফগানরা। ঘরের মাঠ তাদের বিপক্ষে লড়াইয়ে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই লক্ষ্যে বেশ কিছুদিন থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। তবে জামাল জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে আজই প্রথম অনুশীলন করেছেন। আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে নাম লেখানোর ফলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেরি হয়েছে জামালের।

আজ ৩১ আগস্ট অনুশীলন শেষে জামাল বলেন, ‘আফগানিস্তান অনেক শক্তিশালী দল। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলার রয়েছে তাদের দলে। র‌্যাংকিংয়ে তারা আমাদের চেয়ে ৩২ ধাপ উপরে রয়েছে। তবে আমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার বিষয়ে আশাবাদী। এছাড়া ম্যাচ দুটি আমাদের ঘরের মাঠে হচ্ছে এটা আমাদের বাড়তি সুবিধা দেবে। ’

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।