ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার সঙ্গে স্বর্গে, পিএসজিতে নরকে ছিল মেসি: নেইমার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
আর্জেন্টিনার সঙ্গে স্বর্গে, পিএসজিতে নরকে ছিল মেসি: নেইমার

ইতিহাস গড়ার লক্ষ্যে পিএসজিতে যোগ দিলেও সফল হননি লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। উল্টো দুজনেই প্যারিসে নাকি 'নরক যন্ত্রণা' সহ্য করেছেন।

তবে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতে 'স্বর্গের স্বাদ' পেয়েছেন মেসি। এমনটাই জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়ে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে পাড়ি জমান নেইমার জুনিয়র। ৪ বছর পর কাতালান জায়ান্টদের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নেইমারের সঙ্গী হন প্রিয় বন্ধু লিওনেল মেসিও। বার্সার জার্সিতে পাওয়া সাফল্য তারা দুজনেই টেনে নিতে চেয়েছিলেন পিএসজিতেও। কিন্তু কেউই সফল হননি। উল্টো দুজনের জীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছিল। সমর্থক থেকে সতীর্থ- সবার কাছেই তারা দুজন হয়ে উঠেছিলেন অপছন্দের পাত্র। মাঠে নামলেই শুনতে হয়েছে গালি ও দুয়ো। মালিকপক্ষের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছিল তাদের। সবমিলিয়ে পিএসজিতে দুঃসময় কেটেছে দুজনেরই।

বিশেষ করে কাতারে বিশ্বকাপ জেতার পর থেকে মেসিকে সহ্যই করতে পারছিল না পিএসজির ফরাসি সমর্থকরা। কারণ ফ্রান্সকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। নানা নাটকীয়তার পর মেসি প্যারিস ছেড়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে, যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। আর নেইমার গেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। মেসি এরইমধ্যে মায়ামির জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন। গোল অথবা অ্যাসিস্ট করছেন প্রায় প্রতি ম্যাচেই। এমনকি একটি শিরোপাও (লিগস কাপ) ঝুলিতে পুরেছেন তিনি। আর নেইমার এখনও নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

মেসির সঙ্গে পিএসজিতে কাটানো দুঃসময় নিয়ে নেইমার যা বলেছেন
কিছুদিন আগে পিএসজিতে যে অসুখী ছিলেন, তা নিজেই জানিয়েছেন মেসি। এবার এতদিন পরে এ নিয়ে মুখ খুললেন নেইমারও। মেসির সঙ্গে পিএসজিতে কাটানো সময় নিয়ে 'গ্লোবো'-কে নেইমার বলেন, 'সে (মেসি)দারুণ একটা বছর কাটানোয় আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু একই সঙ্গে কষ্টও পেয়েছি, কারণ সে মুদ্রার দুই পিঠই দেখেছে। সে আর্জেন্টিনা দলের সঙ্গে স্বর্গে গিয়েছিল (বিশ্বকাপ জয়), গত কয়েক বছরের সে সবকিছু জয় করেছে। কিন্তু প্যারিসে সে নরকে ছিল। আসলে আমরা দুজনেই নরকে ছিলাম। আমরা হতাশ হয়েছি, কারণ সেখানে আমাদের কোনো মূল্য ছিল না। আমরা সেখানে সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। গড়তে চেয়েছিলাম ইতিহাস। এজন্যই আমরা আবার একসঙ্গে হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। '

মেসি ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে যান। সাতবারের ব্যালন ডি'অরজয়ীর এমন বিদায় মানতে পারেননি নেইমার। তবে মেসির প্যারিস ছেড়ে মায়ামিতে যাওয়ার সিদ্ধান্তে বেশ খুশি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা, 'মেসির যেভাবে গেছে, ফুটবলীয় দিক থেকে এটা তার প্রাপ্য ছিল না। যে যেমন এবং যা কিছু করেছে, যারা তার সম্পর্কে জানে- সে এমন এক খেলোয়াড় যে অনুশীলনে মনোযোগী, যে লড়াই করে। সে হারলে রাগান্বিত হয় এবং তার সঙ্গে যা হয়েছে তা আমার মতে ঠিক হয়নি। কিন্তু একইসঙ্গে সে বিশ্বকাপ জেতার আমি খুবই খুশি হয়েছি। এবার ফুটবল তার প্রতি সুবিচার করেছে। (২০২৩ বিশ্বকাপে) ব্রাজিল হেরে যাওয়ার পর, মেসির ক্যারিয়ারের শেষটা এমনই হওয়ার কথা ছিল। '

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।