ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার, ব্রাজিলে বিধ্বস্ত বলিভিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার, ব্রাজিলে বিধ্বস্ত বলিভিয়া

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার জুনিয়র। তার এই মাইলফলক গড়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাওরা, যেখানে তারা বিধ্বস্ত করলো বলিভিয়াকে।

 

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলিয়ানরা ৫-১ গোলে জয় তুলে নিয়েছে। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। দেশটির হয়ে সর্বোচ্চ গোলে তিনি ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি পেলেকে। নেইমারের বর্তমান গোলসংখ্যা এখন ৭৯।
 
নেইমার ছাড়াও জোড়া গোল করেন রদ্রিগো। অন্য গোলটি রাফিনহার।

ম্যাচের ২৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। ৫৩ মিনিটে আবারও রদ্রিগোর গোল। ম্যাচের ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করে পেলেকে ছাড়িয়ে দেশটির একক সর্বোচ্চ গোলদাতা বনে যান নেইমার।  

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। পরে ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে এটি তার ৭৯তম গোল। এতদিন কিংবদন্তি পেলের সঙ্গে ৭৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এখন তিনি এককভাবে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক।

বাছাইয়ে ব্রাজিলের এমন শুরু প্রত্যাশিতই ছিল। পরবর্তী ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ পেরু।  

অন্য দিকে উরুগুয়ের শুরুটাও হয়েছে জয়ে। চিলিকে ঘরের মাঠে তারা ৩-১ গোলে হারিয়েছে। যা মার্সেলো বিয়েলসার অধীনে দলটির প্রথম জয়।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।