ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শিষ্যদের সঙ্গে সময় কাটালেন পল স্মলি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
শিষ্যদের সঙ্গে সময় কাটালেন পল স্মলি

২০১৬ সাল থেকে বাফুফেতে চাকরি করেছেন পল স্মলি। মাঝে একবার চাকরি ছেড়ে আবারও এসেছিলেন।

এই বছর জুলাই মাসে আবার বাংলাদেশ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর এর চাকরি ছেড়ে মালদ্বীপে যোগ দিয়েছেন তিনি।

আজ বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে প্রতিপক্ষ হয়ে এসেছেন পল। বাফুফেতে চাকরী করাকালীন মেয়েদের ফুটবলে বেশি সময় দিতেন তিনি। দেশে ফিরে পুরনো শিষ্যদের সঙ্গে দেখা করেছেন পল।  

বাংলাদেশের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন নারী ফুটবলাররা। গ্যালারিতে এসে পুরনো শিষ্যদের সঙ্গে দেখা করেন তিনি। কুশল বিনিময় করেন। পল বলেন, ‘লম্বা সময় এখানে কাজ করেছি। সবাই পরিবারের মতোই। অনেকদিন পর তাদের সাথে দেখা হলো ভালো লাগছে। ’

‘আমি বাংলাদেশের ফুটবল এখনও নিয়মিতই দেখি। খোঁজ খবর রাখি, তারা উন্নতি করছে। আগামীতে আরো ভালো করুক এটাই আমার প্রত্যাশা। ’ যোগ করেন তিনি।

বাংলাদেশে দীর্ঘদিন কাজ করলেও ম্যাচে কেউ কারো বন্ধু না বলে জানান পল। তিনি বলেন, ' ম্যাচে আমরা চাইবো জয় পেতে। বাংলাদেশ ও চাইবে। মাঠের বাইরে আমরা বন্ধু। '

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।