শৃঙ্খলা ভঙ্গের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে বসুন্ধরা কিংসের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগানের বিপক্ষে দলের অন্য দুই গোলরক্ষক মেহেদি হাসান এবং মেহেদি হাসান শ্রাবণে আস্থা রাখছেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আলোচনায় ছিল গোলরক্ষকের বিষয়টি। তবে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দলের অন্য দুই গোলরক্ষক, এমনটাই জানিয়েছেন নয়ন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের যে গোলরক্ষকরা আছে তারা প্রস্তুত। সবাই একটা কমপিটিটিভ মুডে রয়েছে। তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছে। দলে শ্রাবণ এবং মেহেদি রয়েছেন। দুই জনই প্রস্তুত আছেন। শ্রাবণ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে নিয়মিত খেলেছেন। মেহেদিও জাতীয় দলে খেলেছেন। আমি বিশ্বাস করি আজ যে সুযোগ পাবে সে নিজের সেরাটা দিয়ে দলের জন্য ভালো কিছু করে দেখাবে। ’
অনুশীলন না করলেও আজ কিছুটা স্ট্রেচিং করেছে দল। স্কোয়াডের সকলেই সুস্থ আছে। নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বলে জানিয়েছন নয়ন। তিনি বলেন, ‘জার্নিটা অনেক ডিফিকাল্ট ছিল। কলকাতায় অনেক লম্বা ট্রানজিট ছিল। ফলে আমরা অনুশীলন করতে পারিনি। তবে আমরা স্ট্রেচিং করেছি। এটা আমাদের ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে আমাদের নিশ্চিত ভাবেই পয়েন্ট লাগবে। খোলায়াড়রা অনেক বেশি কমিটেড। ’
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এআর/আরইউ