ফিফা র্যাংকিংয়ে দুই দলের মধ্যে ব্যবধান ১৫৬। এতেই বলে দেওয়া যায় শক্তির তফাৎ কতখানি।
আজ অস্ট্রেলিয়াতে দ্বিতীয় অনুশীলন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের মাচের লক্ষ্য জানতে চাইলে মিতুল বলেন, 'অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিপক্ষ। র্যাংকিংয়ে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। তাদের খেলা সম্পর্কে সবাই অবগত আছে। '
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ডিফেন্ডারদের বড় ভূমিকা পালন করতে হবে। গোলরক্ষক হিসেবে মিতুলও কঠিন পরীক্ষার সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জল অক্ষত রাখাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। দল হিসেবে ভালো খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন মিতুল।
তিনি বলেন, 'আমাদের ডিফেন্স বর্তমানে ভালো পারফর্ম করছে। অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের আরও ভালো খেলতে হবে। গোলরক্ষক হিসেবে আমার লক্ষ্য থাকবে কোনো গোল হজম না করা। আর দলের লক্ষ্য ডিফেন্স সামলে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করা। '
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এআর/এএইচএস