এই বছরে বেশ কয়েকবার চোট ভুগিয়েছে লিওনেল মেসিকে। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর হ্যামস্ট্রিংয়ের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল সকালে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ম্যাচটি চলাকালীন টাচলাইনে গিয়ে বেশ কয়েকবার চিকিৎসা নিতে দেখা গেছে মেসিকে। শেষদিকে মাঠ থেকেই উঠিয়ে নেওয়া হয় তাকে। ম্যাচ শেষে এই বিষয়টির ব্যাখ্যা দেন তিনি।
আর্জেন্টাইন এই সুপারস্টার বলেন, ‘আমার অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করছিলাম। এটি ছিল এই বছরে আমার শেষ ম্যাচ। তাই নতুন বছরের শুরুতে যেন সর্বোচ্চটা দিতে পারি, এজন্য পুরোপুরি সেরে উঠতে আমার হাতে সময় আছে। ’
যদিও এই চোট থেকে সেরে উঠতে যথেষ্ট সময় রয়েছে মেসির হাতে। ইন্টার মায়ামির প্রাক-মৌসুম অনুশীলতে তাকে ফিরতে হবে আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এর আগ পর্যন্ত লম্বা সময় ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার সময় পাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরইউ