লেবাননের বিপক্ষে বাংলাদেশ যখন পিছিয়ে। তখন চমৎকার এক গোলে দলকে সমতায় ফেরান শেখ মোরসালিন।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান কাপের সরাসরি বাছাইও। গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। সেখান থেকে সেরা ৯ জন পারফর্মারের নাম ঘোষণা করেছে এএফসি। যেখানে মোরসালিন ছাড়াও রয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন, কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরাও।
বাংলাদেশের উদীয়মান তারকা হিসেবে আগেই জানান দিয়েছেন মোরসালিন। কয়েকদিন আগে অবশ্য সমালোচনায়ও পড়তে হয় তাকে। তবে সবকিছু চাপিয়ে লেবাননের বিপক্ষে আবারও সমর্থকদের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন এক পয়েন্ট।
বাংলাদেশের জার্সিতে এই পর্যন্ত ৯ ম্যাচে ৪ গোল রয়েছে মোরসালিনের। সাফের গত আসরেও এমন দারুণ একটি গোল করেছিলেন তরুণ এই মিডফিল্ডার।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
আরইউ