ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পাঁচ ভেন্যুতে হবে পাইওনিয়ার লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
পাঁচ ভেন্যুতে  হবে পাইওনিয়ার লিগ

বাফুফে ভবনে পাইওনিয়ার লিগ কমিটির আজ সভা আয়োজিত হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সভায় উপস্থিত থেকে বেশ কিছু সিদ্ধান্ত এবং পরামর্শ দিয়েছেন।

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় পাইওনিয়ার ফুটবল লিগ।

দ্রুতই নতুন মৌসুমের খেলা শুরু করার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। আজ সভায় কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান অনুপস্থিত ছিলেন।

লিগ কমিটির সভায় আগামী বছর ১০ জানুয়ারি থেকে খেলোয়াড়দের বয়স নির্ধারণে মেডিক্যাল শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহে লিগ শুরুর দিনক্ষণ ঠিক হয়েছে। পাঁচ ভেন্যুতে খেলা পরিচালনার কথা বলা হয়েছে। ভেন্যুগুলো হলো উত্তরা ১৪ নং সেক্টর মাঠ, রাজউক সংলগ্ন আউটার স্টেডিয়াম মাঠ, ধূপখোলা মাঠ, বিজি প্রেস মাঠ ও গোলাপবাগ মাঠ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।