ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কিংস-ওড়িশার শ্রেষ্ঠত্বের লড়াই আজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
কিংস-ওড়িশার শ্রেষ্ঠত্বের লড়াই আজ

এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ওড়িশা এএফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ম্যাচেই সিদ্ধান্ত হবে দক্ষিণ এশিয়ার সেরা ক্লাব হয়ে কে যাবে পরের রাউন্ডে, কোন ক্লাব খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালে।

 

কিংস-ওড়িশা ম্যাচের উত্তেজনার রেণু ছড়াচ্ছে দুই দেশের সকল ফুটবলপ্রেমীদের মনে। ম্যাচটির গুরুত্ব ম্যাচের আগে দলের কোচ অস্কার ব্রুজোনের কথায় স্পষ্ট, ‘দুটি দলই দক্ষিণ এশিয়ার সেরা হতে মাঠে যাবে এবং এখানে লোকানোর কিছু নেই, দুই দলই খেলবে আক্রমণাত্মক ফুটবল। তারা একটা মুহূর্তও নষ্ট করতে চাইবে না। জয়ের জন্যই ঝাঁপাবে তারা। আমরা জানি আমাদের ড্র হলেও চলবে, তবে কিংস কখনোই ড্রয়ের জন্য খেলে না। জিতেই আমরা উল্লাস করতে চাইব। সব মিলিয়ে একটা অসাধারণ ম্যাচ হবে এবং শেষ পর্যন্ত আমরাই জয়ের হাসি হাসতে চাই। ’

মাঠের বাইরে কিংসের জন্য যতটা সম্ভব কঠিন পরিস্থিতি তৈরি করছে স্বাগতিকরা। সেই প্রভাব যেন মাঠেও না আসে এমনটাই চাওয়া কিংসের কোচ ব্রুজোনের। তিনি বলেন, ‘এএফসি কাপে খেলা আমাদের ক্লাবের জন্য স্বপ্নের মতো। এরকম একটা আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্লাবের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এই আসরটিকে অনেক গুরুত্ব দেয় এবং এএফসি কাপকে সামনে রেখেই আমরা দল গড়ি এবং যেই বন্ধু ক্লাবগুলো বাংলাদেশে খেলতে যায়, তাদের সব ধরনের সম্মান করি। তবে এখানে আমাদের প্রতিপক্ষ আমাদের সঙ্গে শিশুসুলভ আচরণ করছে। ’

‘এই বিষয়গুলো অবশ্যই এএফসির দেখা উচিত। কারণ যখনই আমরা বাইরে খেলতে আসি, এমনকি আগের তিন বছরও আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। গতকাল বিকেলে হোটেলে আসার পর থেকে দীর্ঘক্ষণ আমাদের রুমের সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমাদের খেলোয়াড়দের এক খাটে দুজনকে ভাগাভাগি করে থাকতে বলা হয়েছে। আর এখন যে হোটেলে আছি, সেখানে আজ  (গতকাল) রাতে কনসার্ট হবে। তাছাড়া ভিসা জটিলতার কারণে আমরা একজন খেলোয়াড়কে দেশে রেখে এসেছি। ’

‘অতীতের আসরগুলোতেও আমাদের নানাভাবে হেনস্তা হতে হয়েছে। বিশেষ করে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে বারবার। আগের দুটি এএফসি কাপে রেফারির লালকার্ডের সিদ্ধান্তে আমাদের গ্রুপসেরা হওয়া হয়নি। এ সব কিছুই এএফসির এখতিয়ারে আনা উচিত এবং আশা করব কাল (আজ) এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটবে না। আমাদের চাওয়া একটাই রেফারি যাতে কাউকে জিতিয়ে না দেন,’ যোগ করেন তিনি।

তবে এসবকে অজুহাত হিসেবে দেখাতে চান না ব্রুজন। আজ তার লক্ষ্য শুধুই জয়। একই লক্ষ্যের কথা জানালেন দলের অধিনায়ক রবসন রবিনহোও। কিংসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘দলের প্রত্যেকে দারুণ একটা সময় পার করছি। আমাদের এবার পরের ধাপে যাওয়ার সেরা সুযোগ। এই লক্ষ্যপূরণে আগামীকাল আমরা নিজেদের সেরাটা নিংড়ে দেব এবং প্রত্যেকেই আমরা একই লক্ষ্য নিয়ে নামব। ’ 

আজ ন্যূনতম ড্র কিংসকে নিয়ে যাবে পরের রাউন্ডে, আর স্বাগতিক ওড়িশার দরকার জয়। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ রাত ৮টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গত দুইবারও এমন সমীকরণের সামনে দাঁড়াতে হয়েছিল কিংসকে। কিন্তু দুইবারই মোহনবাগান সুপার জায়ান্টের বাধা পেরোতে পারেনি।

এবার অবশ্য শেষ রাউন্ডের আগেই বিদায় নিয়েছে কলকাতার জায়ান্টরা। সবুজ-মেরুনদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করে এসে হোমে দুর্দান্ত জয় তুলে নেয় অস্কার ব্রুজোনের দল। এবার ভারতেরই আরেক ক্লাব ওড়িশা এফসি বাধা পেরোনোর চ্যালেঞ্জ। এবার কি পারবে কিংস? সেই উত্তর জানা যাবে আজ রাতেই।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।