লা লিগায় এবার চমক দেখাচ্ছে জিরোনা। একে একে বড় দলগুলোকে ধরাশায়ী করছে তারা।
গতকাল জিরোনার কাছে নিজেদের মাঠে ৪-২ গোলে হেরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তাই শিরোপা ধরে রাখার কাজটাও আরো কঠিন হয়ে গেল তাদের জন্য। শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে। তবে শিরোপা স্বপ্ন এখনই ফিকে হয়ে যায়নি বলে জানাচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। উদাহরণ হিসেবে গত মৌসুমের কথা টানলেন তিনি।
জাভি বলেন, 'এটা (এই হার) কঠিন এক ধাক্কা কারণ আমরা আশা করেছিলাম টেবিলের দুই ও একে পৌঁছানোর। এটাই আমাদের বাস্তবতা। এই বার্সা পালাবদলের মধ্যে আছে। আপনাকে দুই ধাপ এগিয়ে যাওয়ার জন্য এক ধাপ পেছনে ফিরতে হয়। নিজেদের নিয়ে কোনো সন্দেহ করা উচিত নয়। বার্সার জন্য এটি বাজে ম্যাচ ছিল না। গত মৌসুমেও আমরা হোঁচট খেয়েছি, কিন্তু দুটি শিরোপাও জিতেছি। '
রক্ষণের ওপর দায় দিয়ে জাভি আরও বলেন, 'আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। কিন্তু এটাই ফুটবল। রক্ষণে অতোটা জোর দিয়ে না খেললে খুবই কঠিন ধাক্কা খেতে হয়। জিরোনা অসাধারণ দল। আমরা বাজে ফুটবল খেলিনি। রক্ষণে শক্তির ঘাটতির কারণে আমাদের বড় পরাজয় মেনে নিতে হয়েছে। যা হজম করা কঠিন। তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তারা ৭ পয়েন্ট ও মাদ্রিদ ৫ পয়েন্ট এগিয়ে আমাদের থেকে। তবে আমরা লড়াই করে যাব। '
লা লিগায় বার্সার পরের ম্যাচ আগামী ১৬ ডিসেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এএইচএস