রিয়াল মাদ্রিদ আরও একবার পেলো নাটকীয় জয়। শুরুতে লুকা মদ্রিচের মিসের পর গোল খেয়ে যায় তারা।
প্রতিপকক্ষের মাঠে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ছয় ম্যাচের সবগুলোতে জিতে ১৮ পয়েন্ট তাদের। গ্রুপের আরেক ম্যাচে ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। ব্রাগা ৪ পয়েন্ট নিয়ে ইউরোপা খেলবে, বার্লিনের ২ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখা রিয়াল প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পেনাল্টি পায়। কিন্তু লুকা মদ্রিচ গোল করতে পারেননি শট থেকে। এরপরই এগিয়ে যায় বার্লিন। বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় পড়ে যান ডিফেন্ডার ডেভিড আলাবা। সুযোগ পেয়ে গোল করেন কেভিন ভলান্ড।
৫৩তম মিনিটে কাছ থেকে করা রদ্রিগোর হেড হাত বাড়িয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক। ৬১তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান হোসেলু। রদ্রিগোর ক্রসে হেডে বল জালে পাঠান তিনি। ১০ মিনিট পর আরেকটি হেডে দলকে এগিয়েও নেন এই স্প্যানিশ।
এরপর ৮৫তম মিনিটে জোরাল শটে সমতা ফেরান অ্যালেক্স ক্রাল। ম্যাচও জমে ওঠে তাতে। ৮৯তম মিনিটে বেলিংহ্যামের পাস ধরে বক্সে ঢুকে লক্ষ্যভেদে রিয়ালকে জয় এনে দেন সেবাইয়োস। গ্রুপে সবার উপরের অবস্থান ধরে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে যায় রিয়াল।
বাংলাদেশ সময় : ১০৫৫ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি