ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

গত ফিফা উইন্ডোর আগে সিঙ্গাপুরের সঙ্গে র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যবধান ছিল ১২। নতুন প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে তিনে।

চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

প্রথম ম্যাচে  সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারান সাবিনা-সানজিদারা। পরের ম্যাচে সফরকারী দল পাত্তাই পায়নি। ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে ১৪২ থেকে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৪০-এ। অন্যদিকে ১৩০ থেকে নেমে গেছে ১৩৭ নম্বরে নেমে গেছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দলগুলোর ভেতর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছেন কেবল নেপাল (১০৫) ও ভারত (৬৫)।

প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের পর চতুর্থ দল হিসেবে সিংহাসনে বসার মর্যাদা পেল তারা। দুইয়ে যুক্তরাষ্ট্র, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচে আছে সুইডেন। সেরা দশ থেকে বেরিয়ে গিয়ে ১১তে আছে ব্রাজিল।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩ 
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।