ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৯ বছর পর স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
৯ বছর পর স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান

বাজে সময় পেছনে ফেলে আবার যেন ঘুরে দাঁড়াতে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা তুলে নেয় তারা।

এবারের মৌসুমের শুরুতেই দেখালো পুরনো ঝলক। রহমতগঞ্জ এমএফএসকে ১-০ গোলে হারিয়ে ৯ বছর পর জায়গা করে নেয় স্বাধীনতা কাপের ফাইনালে সাদা-কালো জার্সিধারীরা। এই টুর্নামেন্টে সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৪ সালে। সেবার শিরোপাও জিতে নেয় তারা। সবচেয়ে সফল দল হিসেবে এখনো স্বীকৃতি আছে তাদের।  

গোপালগঞ্জে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতে দুই দলই দেখে শুনে খেলেছে। সময় বাড়ার সঙ্গে আক্রমণে মনোযোগী হয় মোহামেডান। ২০ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সাদা-কালোরা। ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠে মোহামেডান। বক্সে জটলার মধ্য থেকে বল পান মিনহাজুল আবেদীন, তার নেওয়া জোরাল শট অবশ্য আটকে দেন গোলরক্ষক নাঈম।

এই অর্ধে আরো সুযোগ আসে মোহামেডানের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা। ৪০ মিনিটে সুযোগ নষ্ট করেন সোলেমান দিয়াবাতে। আরিফের ক্রস ফাকায় পেয়েছিলেন মালির এই ফরোয়ার্ড কিন্তু তার হেড চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে।

 
দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জের ওপর আরো চাপ বাড়ায় মোহামেডান। অবশেষে ম্যাচের ডেডলক খোলে ৭২ মিনিটে। বক্সের ঠিক উপর থেকে নিচু বাঁকানো ফ্রি কিকে জাল খুঁজে নেন মোজাফ্ফরভ। গোলরক্ষক নাঈম প্রতিরোধের কোনো সুযোগই পাননি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মোহামেডান।

আগামী ১৮ ডিসেম্বর হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ অন্য সেমিফাইনালে লড়ছে বসুন্ধরা কিংস-আবাহনী।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।