২০২৪ কোপা আমেরিকা মাঠে গড়াতে দেরি আরও ছয় মাস। কিন্তু এর আগেই নিশ্চিত হয়ে গেল, আসরে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল।
ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, হাঁটুর চোটে কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার।
গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান নেইমার। এর দুই সপ্তাহ পর হাঁটুতে অস্ত্রোপচার করানো হয় তার। তখন থেকেই শোনা যাচ্ছিল, মাঠে ফিরতে নেইমারের সময় লেগে যাবে অনেক।
কোপায় ডি গ্রুপে আছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে-অফ বিজয়ী দল। আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে আসর। ফাইনাল হবে ১৪ জুলাই।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, '(নেইমারের জন্য) অনেক তাড়াহুড়ো হয়ে যায়। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আশা করছি, আগস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে। আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে। '
১২৯ ম্যাচে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক নেইমার। ছয় বছর পিএসজিতে কাটিয়ে গত আগস্টে ৯০ মিলিয়ন ইউরো ফি'তে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। নতুন ক্লাবের জার্সিতে মাত্র ৫ ম্যাচ খেলেছেন তিনি। এরপর জাতীয় দলের জার্সিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন নেইমার।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এমএইচএম