দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন বার্সেলোনা ডিফেন্ডার মার্কোস আলোনসো। গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই চোটে পড়েন তিনি।
এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, মেরুদণ্ডের নিচের দিকের অংশের চোটে পড়েছেন আলোনসো। অস্ত্রোপচারের পরই তার অবস্থা নিয়ে বিস্তারিত জানাবে ক্লাবটি।
২০২২ সালের সেপ্টেম্বরে চেলসি থেকে বার্সায় পাড়ি জমান আলোনসো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৩টি গোল করেছেন তিনি। এর মধ্যে চলতি মৌসুমে খেলেছেন কেবল ৭ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে সবশেষ ম্যাচ খেলে আর নামা হয়নি মাঠে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
আরইউ