ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছুটি কাটিয়ে মায়ামিতে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ছুটি কাটিয়ে মায়ামিতে ফিরলেন মেসি

লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মায়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। খুব শিগগিরই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন এই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

গত মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ খেলতে পারেনি ইন্টার মায়ামি। ফলে আগেভাগেই ছুটি পেয়ে যান মেসি। ছুটি পেয়েই সপরিবারে ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে শেষদিকে নিজ শহর রোজারিওতে নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। সেখান থেকে সরাসরি মায়ামিতে ফিরছেন তিনি।

ইন্টার মায়ামির প্রাক-মৌসুম ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি সারবেন মেসি। এ লক্ষ্যে মায়ামিতে ফিরেই ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন মেসি। সর্বশেষ গত বছরের ২১ নভেম্বর সবশেষে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচটি ছিল ব্রাজিলের বিপক্ষে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গড়ানো সেই ম্যাচে ১-০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। এ বছর এখন পর্যন্ত মাঠে নামেননি মেসি।  

আগামী ১৯ জানুয়ারি এল সালভাদোরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই ফিরবেন মেসি। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। যেখানে এফসি ডালাস, সৌদি প্রো লিগে নেইমারের আল হিলাল এবং রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা।  

এছাড়া হংকং লিগ টিম, জাপানের ভিসেল কোচে এবং মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষেও ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর শুরু হবে লিগের খেলা। পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আছে সামনে। সবমিলিয়ে মেসির সামনে খুব ব্যস্ত শিডিউল অপেক্ষা করছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।