ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিয়ের পিঁড়িতে বসলেন স্বপ্না

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
বিয়ের পিঁড়িতে বসলেন স্বপ্না

গত বছর মে মাসে হঠাৎ করে ফুটবলকে বিদায় বলে বাফুফে ক্যাম্প ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করানোর অন্যতম কারিগর স্বপ্না নতুন জীবন শুরু করেছেন আজ।

স্বপ্নার বর সৌদি আরব প্রবাসী সুবেহ সাদিক মুন্না। বাংলাদেশে ব্রাক্ষণবাড়িয়া জেলার পায়রা চর গ্রামের সরকার বাড়ির ছেলে। প্রবাসী বাবার হাত ধরে মুন্না ৫ বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করছেন। বিয়ের পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বপ্না।

গত বছর ২০২৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প থেকে নিজ জেলা রংপুরে চলে যান স্বপ্না এবং  ২৬ মে ফেসবুকে এক স্যাটাটাসের মাধ্যমে  অবসরের ঘোষণা দেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।