ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আমি ও মেসি বার্সায় অবসর নেওয়ার স্বপ্ন দেখেছিলাম: সুয়ারেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
আমি ও মেসি বার্সায় অবসর নেওয়ার স্বপ্ন দেখেছিলাম: সুয়ারেস

বেঞ্চে বসে থেকে হাসছেন চারজন। ক্লাব বদলেছে কেবল বন্ধুত্বটা বদলায়নি।

অথচ একটা সময় স্বপ্ন দেখেছিলেন বার্সেলোনায় থেকে ক্যারিয়ার শেষ করার। কিন্তু তা পূর্ণতা পায়নি। সময়ের পরিক্রমা এখন তারা আবারও একই ক্লাবে হয়ে খেলার অপেক্ষায়।

গত মৌসুমে লিওনেল মেসিসহ সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে দলে ভেড়ায় ইন্টার মায়ামি। এবার মৌসুম শুরু আগ দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন লুইস সুয়ারেস। মেসিদের সঙ্গে পুনর্মিলনী হওয়ার পর বেশ খোশমেজাজেই আছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি কল্পনাও করিনি আমরা আবার একসঙ্গে হব। কারণ আমি ভেবেছিলাম লিও বার্সায় ক্যারিয়ার শেষ করবে। ২০১৯ সালে বার্সায় আমরা সবকিছু জেতার কল্পনা করেছিলাম এবং স্বপ্ন দেখেছিলাম এখানেই অবসর নেব। প্রথমে আমি চলে যাই এবং আমার পরে তারা সবাই চলে যায়। '

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।