ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, ক্যাম্প সৌদিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, ক্যাম্প সৌদিতে

চলমান এশিয়ান কাপের শেষ ষোলোয় উঠে চমকে দেয় ফিলিস্তিন। সেই দলটিকে স্বাধীনতা দিবসের দিন আতিথ্য দেবে বাংলাদেশ।

তার আগে অবশ্য কুয়েতে অ্যাওয়ে ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরা শিষ্যরা।

মার্চে ফিফা বিশ্বকাপে বাছাইপর্বে দুটো ম্যাচ আছে বাংলাদেশের। দুটোই ফিলিস্তিনের বিপক্ষে। সেজন্য সৌদি আরবে গিয়ে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করবেন জামাল ভূঁইয়ারা। আজ জাতীয় দল কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী নাবিল আহমেদ।

আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে দল। সেখানে দুটো প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে ক্যাম্প।

পূর্বের সূচি অনুযায়ী, ২১ মার্চ কিংস অ্যারেনায় হোম ম্যাচ হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে কুয়েতে। সৌদি থেকে সরাসরি কুয়েতে যাবে বাংলাদেশ দল। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কিংস অ্যারেনায় হবে হোম ম্যাচ।

এদিকে দুটো ম্যাচের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।