ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছে তারা।
ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন বেকার আগে থেকেই নেই। তাই এদারসনই ছিল প্রথম পছন্দ। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন এই গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে দারউইন নুনেসকে চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান তিনি। যে কারণে খেলতে পারবেন না ম্যাচ দুটি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অবশ্য ১-১ ব্যবধানে ড্র হয়। ম্যাচের পর সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, এদারসনের চোট ‘ভালো কিছু মনে হচ্ছে না। ’ পরবর্তীতে সংবাদমাধ্যম থেকে জানা যায়, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ম্যানচেস্টার সিটির সূত্র থেকেও তারা জানতে পেরেছে, চার সপ্তাহের মতো লাগতে পারে তার মাঠে ফিরতে।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল, তিন দিন পর স্পেনের বিপক্ষে মাদ্রিদে মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরইউ