র্যাংকিংয়ের ব্যবধানে বাংলাদেশ থেকে ঢের এগিয়ে ফিলিস্তিন। তবুও তাদের প্রথম ৪০ মিনিট গোলবঞ্চিত রাখে বাংলাদেশ।
ফিফা বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের প্রথম লেগে গতকাল ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। এমন হার কোনোভাবেই মানতে পারছেন না কোচ হাভিয়ের কাবরেরা।
ম্যাচশেষে তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই। ’
‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ। ’
প্রথমার্ধের শেষ দিকে দ্রুত দুটি গোল হজম করে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। সেটাই ম্যাচ থেকে দলকে ছিটকে দিয়েছে বলে মনে করেন কাবরেরা। তিনি বলেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা আমরা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। ’
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এএইচএস