ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আমরা ঘরের মাঠে শক্তিশালী দল : বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
আমরা ঘরের মাঠে শক্তিশালী দল : বাংলাদেশ কোচ

ভোরের আলো সবসময় দিনের পূর্বাভাস দেয় না। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে।

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ৪০ মিনিট দারুণ খেলার পরও ৫-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। সেই হার ভাবাচ্ছে অনেক কিছুই।

পাঁচ দিনের ব্যবধানে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আবারও ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার খেলা নিজেদের মাঠে। কোচ হাভিয়ের কাবরেরা তাই জানিয়ে রাখলেন ঘরের মাঠে তারা শক্তিশালী দল।

আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের সময়ে কাবরেরা বলেন, 'ইতিবাচক বিষয়গুলো নিয়ে নিতে হবে, আর হ্যাঁ আমাদের বেশ কিছু সমন্বয় দরকার, যেভাবে প্রথমার্ধ শেষের আগে পারফরম্যান্সের মান পড়ে গেল, তা চিন্তার বিষয়। এই বিষয়টাকে পরিবর্তন করতে হবে আমাদের। নিজেদের কাছে আরও ভালো পারফরম্যান্স চাইতে হবে। ইতিবাচকভাবে দেখতে হবে পরিস্থিতিটা, আমরা ঘরের মাঠে অ্যাওয়ে থেকে শক্তিশালী দল। ' 


 
'আমরা ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দলের একটার বিপক্ষে খেলছি যারা শেষ এশিয়ান কাপের শেষ ষোলোয় খেলেছে। প্রথম ৪০ মিনিটে আমরা ভালো খেলেছিলাম। এই পারফরম্যান্স আমাদের সঙ্গে নিতে হবে। সেই ৪০ মিনিটকে বিশ্লেষণ করতে হবে ভালোভাবে। এটা খুঁজে বের করতে হবে যে সেই মানের পারফরম্যান কেন আমরা ৯০ মিনিট ধরে দিতে পারলাম না!'

আগের ম্যাচের ভুলগুলো সম্পর্কে কাবরেরা বলেন, 'হাইলাইন ডিফেন্স খেলিয়ে আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম। প্রতিপক্ষ অর্ধে তাড়াতাড়ি বল দখলে নিয়ে আরও বেশি আক্রমণাত্মক হতে চেয়েছিলাম আমরা। ওই সব পরিস্থিতি থেকে আমরা দুটো সুযোগও পেয়েছিলাম। তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। '

'কে জানে আমরা ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে খেলাটা অন্যরকমও হতে পারত! হ্যাঁ, আমরা গোলগুলো হজম করেছি। তারা শক্তিশালী দল, ভালো খেলোয়াড়, শক্তিশালী খেলোয়াড় আছে। এখন আমাদের পুনরায় সমন্বয় করার সময়, দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। '

বাংলাদেশ সময়:২০৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।