ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনাল ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়াকার ও স্টোন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
আর্সেনাল ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়াকার ও স্টোন্স

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটির দুই তারকা কাইল ওয়াকার ও জন স্টোন্স। এই দুই ফুটবলার তাই খেলতে পারবেন না আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।

 

ব্রাজিলের বিপক্ষে খেলতে গিয়ে প্রথমার্ধেই চোট পান ওয়াকার। মাঠ ছাড়তে হয় তাকে। পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে শুরুর একাদশে নেমে কিছুক্ষণ খেলার পরই অস্বস্তি নিয়ে উঠে যান স্টোন্স। আগামীকাল আর্সেনালের বিপক্ষে তাইতো দুইজনই খেলতে পারবেন না।  

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা জানান, স্টোন্সের চেয়ে বেশি গুরুতর ওয়াকারের চোট। তবে গোলরক্ষক এদারসন আগে থেকে ভালো অবস্থায় আছেন বলেও জানান তিনি। এদিকে ইনজুরিতে পড়া কেভিন ডি ব্রুইনারও দলে ফেরার কথা রয়েছে।  

২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।