বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করেছে আবাহনী লিমিটেড। প্রথম পর্বের শেষ দুই ম্যাচে হার সঙ্গী হয়েছিল তাদের।
এবার রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে তারা।
আজ আবাহনীর জার্সিতে মাঠে নেমেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।
জমাট রক্ষণে প্রথমার্ধে আবাহনীকে আটকে রাখে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাঙে তাদের প্রতিরোধ। ৪৮তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের ভেতরে জটলা থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের কাটব্যাক থেকে ব্রাজিলের ওয়াশিংটন চকিতে ঘুরে দারুণভাবে প্লেসিং করে জাল কাঁপিয়েছেন।
৫৮তম মিনিটে আজ আবাহনীর জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা জামালের সৌজন্যে গোল পায় আবাহনী। জামালের ফ্রি-কিক গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে বল পেয়ে গ্রানাডার স্টুয়ার্ট লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
৬৩তম মিনিটে আবাহনী তৃতীয় গোলটি পেয়েছে। স্টুয়ার্টের পাসে ব্রাজিলের জোনাথন ফের্নান্দেজ দেখে-শুনে দারুণ শটে শেষ গোলটি করেছেন।
এই জয়ে লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা একটু হলেও শিরোপা লড়াইয়ে ফিরল। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আকাশি-নীল জার্সিধারীরা। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস; দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২০।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এআর/এমএইচএম