ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মেসিহীন মায়ামির দুর্দশা চলছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
মেসিহীন মায়ামির দুর্দশা চলছেই

ইনজুরি কাটিয়ে অনুশীলন ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিট হতে পারেননি।

তাকে ছাড়া ইন্টার মায়ামি যেন ছন্নছাড়া। আজ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মনতেরের  কাছে ২-১ গোলে হারে তারা।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। জুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ট্যাপ ইনে জাল খুঁজে নেন টমাস আভিলেস। সেই লিড নিয়েই বিরতিতে যায় তাতা মার্তিনো শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই ছন্দপতন হয় তাদের।

ম্যাচের ৬৫তম মিনিটে ডেভিড রুইজ তার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় মায়ামি। একজন বেশি নিয়ে খেলার সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় মনতেরে। ৬৯তম মিনিটে মেক্সিকান ক্লাবটিকে সমতায় ফেরান মাক্সিমিলিয়ানো মেসা। এরপর ৮৯তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন হোর্হে রদ্রিগেস।

দ্বিতীয় লেগের ম্যাচে আগামী ১১ এপ্রিল মাঠে নামবে দুই দল।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
এএইচএস
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।