ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ফিরেই গোল পেলেন মেসি, তবুও মায়ামির ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ফিরেই গোল পেলেন মেসি, তবুও মায়ামির ড্র

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। পেয়েছেন গোলের দেখাও।

কিন্তু তাতেও কাটেনি তার দল ইন্টার মায়ামির দুর্দশা। গত চার ম্যাচ ধরে জয়ের মুখ না দেখা মায়ামি আজ মেজর লিগ সকারে কোলোরাদোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

চেজ স্টেডিয়ামে মেসিকে অবশ্য শুরুর একাদশে রাখেননি কোচ তাতা মার্তিনো। প্রথম ৪৫ মিনিট এভাবেই খেলে যায় মায়ামি। একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। ১২ মিনিটের মাথায় মায়ামিকে সমতাসূচক গোলও এনে দেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পোস্টে লেগে তারপর জালে জড়ায়।

তিন মিনিট পর ডান প্রান্তে বল ছাড়েন মেসি। সেখান থেকে ডেভিড রুইজের ক্রসে প্রথম স্পর্শেই গোল করেন লিও আলফোনসো। কিন্তু সেই লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি মায়ামি। ৮৮ মিনিটে কোল বাসেতের  দুর্দান্ত গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে কোলোরাদো।

এই ড্রয়ের পর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের তিনে আছে মায়ামি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।