ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডের মাঠে লিভারপুলের ড্র, শীর্ষেই আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ইউনাইটেডের মাঠে লিভারপুলের ড্র, শীর্ষেই আর্সেনাল

প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের উপর ছড়ি ঘোরাল লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র।

পরপর দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও শেষদিকে আর পারেনি তা ধরে রাখতে। মোহামেদ সালাহর গোলে ড্র নিয়ে এক পয়েন্ট আদায় করে নেয় লিভারপুল।  

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে লিভারপুল। লুইসি দিয়াস শুরুতে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। কোবি মাইনোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর শেষদিকে গোল করে সমতায় ম্যাচ শেষ করেন সালাহ।  

এই ড্রয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।  

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। ২৩তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দারউইন নুনেস শট নেন। সেখান থেকে ভলিতে জাল খুঁজে নেন দিয়াস। চার মিনিট পর সমতায় ফিরতে পারত ইউনাইটেড। তবে কাসেমিরোর বাড়ানো বল কাজে লাগাতে পারেননি হ্যারি ম্যাগুইয়ার।  

বিরতির পর সমতায় ফিরতে দেরি করেনি ইউনাইটেড। ৫০তম মিনিটে জেরেল কোয়ানসার ধীরগতির নেওয়া শট থেকে বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস। ৬৭তম মিনিটে এগিয়ে যায় তারা। ওয়ান বিসাকা থেকে পাওয়া বল বক্স থেকে দারুণ শটে জালে পাঠান মাইনো। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী ইউনাইটেড আরও কয়েকটি আক্রমণ চালায়; তবে পায়নি গোলের দেখা।  

উল্টো ৮৪তম মিনিটে সালাহর স্পট কিকে সমতায় ফেরে লিভারপুল। বক্সে হাভি এলিয়ট ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি মিশরের ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।