ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালকে আবারও বড় ব্যবধানে হারানো অসম্ভব: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
রিয়ালকে আবারও বড় ব্যবধানে হারানো অসম্ভব: গার্দিওলা

২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় এক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে রিয়াল মাদ্রিদ। তবে পরের মৌসুমেই হারতে হয় তাদের।

একই প্রতিপক্ষের বিপক্ষে আজ রাত মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। গত মৌসুমের মত এবারও কি তাদের উড়িয়ে দিতে পারবে সিটি? এই প্রশ্নের জবাবে পেপ গার্দিওলা জানালেন, একাধিকভাবে এভাবে হারানো যায় না।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের সেমিফাইনালে প্রথম লেগে ৪-৩ গোলে হারার পর দ্বিতীয় লেগে রিয়ালের ৩-১ গোলের জয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে নাটকীয় রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি। যদিও পরের মৌসুমেই অর্থাৎ গত মৌসুমে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে সিটি।  

তবে এবার একইভাবে রিয়ালকে হারাতে পারবেন না বলে জানিয়েছেন গার্দিওলা। স্প্যানিশ ক্লাবটিকে আবারও বড় ব্যবধানে হারাতে পারবেন কিনা? এই প্রশ্নে সিটি কোচ বলেন, ‘এটা কঠিন। রেয়াল মাদ্রিদকে একইভাবে দুইবার হারানো অসম্ভব… কারণ তারা শিক্ষা নেয়, নিজেদের পারফরম্যান্সে গর্ব খুঁজে নেয়। একই ম্যাচের ভেতর অনেক ধরনের খেলা হবে। তারা ওপরে উঠে চাপ দেবে, খুবই আগ্রাসী হবে, এত বিপজ্জনক তারা… সবাই জানে তাদের শক্তি কেমন। ’

যদিও নিজেদের সামর্থ্যর উপর আস্থা রয়েছে গার্দিওলার। তিনি বলেন, ‘আমরা শুধু ম্যাচের নিয়ন্ত্রণ নিতে এখানে আসিনি। তাদেরকে আঘাত করার, ধাক্কা দেওয়ার চেষ্টা করতে হবে…। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে, এখানে আমরা গোল করতে এসেছি… আমরা শক্তিশালী অনুভব করছি। অবিশ্বাস্যরকমের আত্মবিশ্বাসী আছি আমরা। ’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।