ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা দিল ক্রিস্টাল প্যালেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
লিভারপুলের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা দিল ক্রিস্টাল প্যালেস

জিতলেই ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠতে পারতো লিভারপুল। কিন্তু মৌসুমের শেষ পর্যায়ে এসে ক্রিস্টাল প্যালের কাছে হেরে বসলো ইয়ুর্গেন ক্লপের দল।

এই হারে শিরোপার লড়াই থেকে একপ্রকার ছিটকেই গেল অলরেডরা।

দুই দিন আগে ইউরোপা লিগে আতালান্তার কাছে বিধ্বস্ত হওয়া লিভারপুল আজ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১৪ নম্বর দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে ১-০ গোলে।  

৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭১। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৭১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শীর্ষে উঠে আসবে গানাররা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে আজ বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে থাকলেও মূল কাজ তথা গোল করতে পারেনি লিভারপুল। তাদের দখলে ৭০ ভাগ বলের দখল ছিল; শট নিয়েছে ২১টি। যার মধ্যে ৬টি ছিল গোলমুখে। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের নেওয়া ৮ শটের ৫টিই ছিল লক্ষ্যে। তবে একটিমাত্র গোলেই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্যালেসের হয়ে ম্যাচের ১৪ মিনিটে একমাত্র গোলটি করেন এবেরেচি এজে।

লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ হারের পর জয় পেল ক্রিস্টাল প্যালেস। ২০১৭ সালের পর অলরেডদের হারাল তারা। অন্যদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২০২২ সালের অক্টোবরে লিডসের কাছে হেরে যাওয়ার পর টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল। তাদের সেই রেকর্ড থামলো আজ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।