ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

১১ ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
১১ ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন গোলরক্ষক

চোটের কারণে নামতে পারেননি মাঠে। তবে স্ট্যান্ডে বসে অঘটন করে বসেছেন নাহুয়েল গুসমান।

প্রতিপক্ষ খেলোয়াড়দের দিকে লেজার লাইট মারায় পেয়েছেন নিষেধাজ্ঞা। আর্জেন্টাইন এই গোলরক্ষককে ১১ ম্যাচ নিষিদ্ধ করেছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)।

মেক্সিকোর টাইগ্রেস ইউএএনএল ক্লাবের গোলরক্ষক গুসমান। দেশটির শীর্ষ প্রতিযোগিতা লিগা এমএক্সে খেলে ক্লাবটি। মনটেরির বিপক্ষে গত রোববারের ম্যাচে ম্যাচে চোটের কারণে মাঠে ছিলেন না আর্জেন্টাইন এই গোলরক্ষক। তবে স্ট্যান্ড থেকে প্রতিপক্ষ গোলরক্ষক ও ফুটবলারনদের দিকে লেজার মারতে দেখা যায় তাকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষমা চান গুসমান।  

এতে অবশ্য লাভ হয়নি। ঠিকই নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাকে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে গুসমানের ক্লাব টাইগ্রেস শাস্তি মেনে নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে এই ফুটবলারকে আরও সুশৃঙ্খল করার কথাও বলেছে ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।