ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপের সেমিতে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
ফেডারেশন কাপের সেমিতে পুলিশ

ইতোমধ্যেই ফেডারেশন কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বসুন্ধরা কিংস এবং মোহামেডান। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গী হলো বাংলাদেশ পুলিশ।

আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পুলিশ। ম্যাচে শুরুতেই গোল করে এগিয়ে যায় পলিশ। ২ মিনিটে মোহাম্মদ মিঠুর ফ্রি কিক থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার জাবোখির সখিমভ দারুণ হেডে গোল করেন।

৬ মিনিট পর পুলিশ ব্যবধান বাড়িয়ে নেয়। বাঁ প্রান্ত থেকে ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ একজনকে ডজ দিয়ে ক্রস ভাসান, তা থেকে শাহ কাজেম দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে পা বাড়িয়ে বল জড়িয়ে দেন জালে।

২৩ মিনিটে ব্যবধান ৩-০ হয়। শাহেদ মিয়ার ক্রসে আজমত আব্দুল্লায়েভ ব্যাকহিল থেকে নিশানাভেদ করেন। বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। আক্রমণ প্রতি আক্রমণে মাচ এগিয়ে গেলেও গোলের দেখা মেলেনি কোনো দলেরই।

বাংলাদেশ সময় : ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।