ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলারকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী দুজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জামিনে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে।

 

বিবিসির করা প্রতিবেদনে অবশ্য ইপিএলের এই দুই ফুটবলারের ক্লাবের নাম জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ফুটবলারই একই ক্লাবের। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র ধর্ষণের অভিযোগে দুজনের গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শারীরিক আঘাত ও ধর্ষণের সহায়তা করার সন্দেহে ১৯ বছরের এক ছেলেকে গ্রেপ্তার করা হয়। ১৯ বছর বয়সী আরেকজনকে গ্রেপ্তার করা হয় ধর্ষণ করার সন্দেহে। (জিজ্ঞাসাবাদের পর) দুজনকেই পুলিশ জামিনে ছেড়ে দিয়েছে। ’

পুলিশ তদন্তে এই বিষয়ে বিস্তারিত তথ্য আসার আগ পর্যন্ত দুজনকে ক্লাবের পক্ষ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কি-না, তা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।