ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এভারটনের কাছে হেরে শিরোপা স্বপ্নে ধাক্কা খেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এভারটনের কাছে হেরে শিরোপা স্বপ্নে ধাক্কা খেল লিভারপুল

ইয়ুর্গেন ক্লপের বিদায় যত ঘনিয়ে আসছে, ততই অচেনা লাগছে লিভারপুলকে। বিশেষ করে চলতি মাসে তাদের হতাশার রেশ কাটছেই না।

ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল অলরেডরা। পরের ম্যাচে ফুলহামের বিপক্ষে সহজে জিতলেও আজ হোঁচট খায় মার্সিসাইড ডার্বিতে। তাদের ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ঘরের মাঠে ডার্বি জয়ের স্বাদ পেল এভারটন।

হারার পর যদিও আগের মতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়েই আছে লিভারপুল। কিন্তু দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের ওপর। ৩৪ ম্যাচ শেষে সেই ৭৪ পয়েন্টেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে তাদের শিরোপা স্বপ্নে আজকের হার বড় ধাক্কাই দিয়েছে।  সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। কিন্তু পাল্টা আক্রমণে বাজিমাত করেছে এভারটনই। ২৭ মিনিটে তাদের এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট। বিরতির আগ পর্যন্ত গোল বঞ্চিত থাকেন লিভারপুলের মোহামেদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েসরা। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। উল্টো ৫৮ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লুইন।   

দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে। এরপর আরও আক্রমণ চালায় তারা, কিন্তু কোনো কাজ হয়নি। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল এভারটন। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে।  

এদিকে ওল্ড ট্র্যাফোর্ডে দুইবার পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে শেফিল্ডকে এগিয়ে দেন জেডেন বোগলে। তবে বিরতির আগেই ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়ার। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। ১১ মিনিট পর পেনাল্টি থেকে ইউনাইটেডকে সমতায় আনেন ব্রুনো ফার্নান্দেস। ৮১ মিনিটে তার গোলেই এগিয়ে যান রেড ডেভিলরা। এরপর ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান রাসমুস হইলুন।

বাংলাদেশ সময়ঃ ০৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪

এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।