ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

পাকিস্তান দলে ফিরলেন হাসান-রউফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ২, ২০২৪
পাকিস্তান দলে ফিরলেন হাসান-রউফ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সময়টা ব্যস্ততার মধ্যেই কাটবে পাকিস্তানের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

দুটো সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজানো হবে।

ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছেন হারিস রউফ। এছাড়া দেড় বছর পর দলে ফেরানো হয়েছে হাসান আলীকে। সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে মাঝখানে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও ইরফান খান। তবে আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে তাদের।  

এ প্রসঙ্গে নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, 'রিজওয়ান, হারিস, ইরফান ও আজমকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের স্কোয়াডে নেওয়া হয়েছে কারণ আমরা আশা করছি আয়ারল্যান্ড সিরিজে ফিট হয়ে উঠবে তারা। '

নিউজিল্যান্ডের সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার উসামা মির ও ফাস্ট বোলার জামান খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ২২ মে থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। অবশ্য ২৫ মের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আজম খান, আবরার আহমেদ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।