ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর পথেই হাঁটছেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ৪, ২০২৪
রোনালদোর পথেই হাঁটছেন ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যা করে গেছেন, সেই পথেই হাঁটছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবটিতে যোগ দিয়ে রোনালদোর সেই জার্সি নম্বর নেওয়ার পাশাপাশি বড় দলগুলোর বিপক্ষে যোগ্যতার জানান দিয়ে যাচ্ছেন তিনি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগেও তার ব্যতিক্রম হয়নি।  

২০১৪ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের মাঠেই জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে ওঠানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনালদো। সেই পথ ধরেই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সেমিফাইনালের প্রথম লেগে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস। যদিও বায়ার্নও পায় দুটি গোল, তবে দ্বিতীয় লেগে ভয়ঙ্কর সান্তিয়াগো বার্নাব্যু অপেক্ষা করছে তাদের জন্য।  

প্রতিপক্ষের মাঠে টনি ক্রুসের দারুণ পাস থেকে প্রথম গোলটি করে ভিনিসিয়ুস। এরপর রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে দ্বিতীয় গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে লিরয় সানে ও হ্যারি কেনের পেনাল্টিতে ড্র করতে সক্ষম হয় বাবারিয়ানরা।  

সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্নাব্যুতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল। সেই ম্যাচেই ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে লস ব্লাঙ্কোসদের।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।